এম আশিক হাবিব
টইটং বড় পাড়া রাস্তার মাথা থেকে শুরু করে বনকানন বাজার সংলগ্ন বানানশাহ কাটা কবর এস্থান ও মাওলানা সাহেবের কবর এস্থান পর্যন্ত রাস্তার বেহাল দশা।
রাস্তাটির বছর সাত এক আগে ইট বিছানো হয়েছিলো, বিগত বছর তিন এক আগে থেকে ভারি বর্ষণের কারণে, এ রাস্তার ইট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে।
মাওলানা সাহেবের কবর এস্থানে যাতায়াতের এক মাত্র রাস্তা মাওলানা সাহেবের বাড়ির সামনে হইতে প্রায় আনুমানিক দুইশ ফিট্ মতো রাস্তার করুন অবস্থা,প্রতিদিন ইস্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ হাজার মানুষের যাতায়াত ব্যাবস্থা অনুপযোগি হয়ে পড়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, সিন জি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাঁদা সৃষ্টি হয়,এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার হাজারো মানুষ।
ফলে ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই শিগগিরই রাস্তাটির সংস্কার করতে স্থানীয় চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।