টঙ্গী(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়।পরে সন্ধায় মৃত নবজাতকের পরিবার ও স্থানীয়রা হাসপাতালটিতে ভাংচুর চালাতে চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নবজাতকের মা-বাবা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নবজাতকের পিতা ওসমান মিয়া জানায় ,মঙ্গলবার ভোরে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।সে একটি ছেলে নবজাতকের জন্ম দেন।নবজাতক জন্ম নেবার পরেই চিকিৎসকরা তার শ্বাসকষ্ট জনিত রোগটি নিশ্চত করেন। বেলা বাড়তে থাকলে নবজাতক অসুস্থতাও বাড়তে থাকে। পরে তার অবস্থার অবনতি হলে বারবার জরুরি বিভাগের চিকিৎসককে বললেও তিনি গুরুত্ব দেননি। জরুরি বিভাগের চিকিৎসককে বারবার বলেছিলাম চিকিৎসা করতে কিন্তু তারা তা করেননি। এমনকি কোনও নার্সও এগিয়ে আসেননি। চিকিৎসকের গাফিলতিতে আমার সন্তান মারা গেলো। চিকিৎসা না পেয়ে আর কোনও বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ লুৎফুর রহমান কর্তব্যরত চিকিৎসক বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না।