
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকের সাথে বিবাদমান বিষয় তদন্ত করেতে মাঠে নেমেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)র তদন্ত দল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিন ব্যাপী তিন সদস্যের তদন্ত দল উপজেলার জলছত্র, পঁচিশমাইল ও হাওদাবিল এলাকাসহ বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় টাঙ্গাইলের সিআইডি অফিসের পরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত দল বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মধুপুর পৌঁছেন। তারা অরণখোলা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহযোগিতা নিয়ে প্রিন্স এডওয়ার্ডকে নির্যাতনের স্থান, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়া এবং উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ব্যক্তি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। পরে অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ও স্থানীয় সাংবাদিক প্রিন্স এডওয়ার্ড এর সাথে পৃথক পৃথকভাবে ঘটনার বিবরণ শুনেন।
এ ব্যাপারে সিআইডি তদন্ত দলের প্রধান পরিদর্শক আতাউর রহমান জানান, আমরা অরণখোলা পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি বিষয়টি তদন্তাধিন রয়েছে বিধায় ঘটনার ব্যাপারে তিনি এখনই কিছু বলা যাবে না বলে জানান।
উল্লেখ্য বিবাদমান বিরোধের জের ধরে ১৮ আগস্ট প্রিন্স এডওয়ার্ড আব্দুর রহিম সমর্থিত ব্যক্তিদের হাতে নির্যাতিত হন। এই ঘটনার পর থেকে পাল্টাপাল্টি মামলা, মানবন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচী চলে আসছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply