শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী রশিদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান,গত ১৪ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা (অলোয়া চর) এলাকা থেকে ৭ম শ্রেনীর এক কিশোরীকে ৩ থেকে ৪ জন জোরপূর্বক অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরণ করে। পরে ভিকটিমের মা টাঙ্গাইল সদর থানায় এবং র্যাব অফিসে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনার প্রধান আসামী রশিদ মিয়া (৩০) কে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামী জানায়,অপহরনের পর সিএনজি যোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দূর্গম পাহাড়ী এলাকার একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে একাধিকার ধর্ষণ করে। সেই সাথে ভিকটিমকে হাত-পা ও মুখ বেধে ফেলে রাখে।পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তাদের খুজে না পায় সেজন্য তারা টাঙ্গাইলের সখীপুর, মধুপুর ও সদর উপজেলার বিভিন্ন জায়গা পরিবর্তন করতে থাকে।
তিনি আরো জানান,অপর আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..