শহিদুল ইসলাম সোহেলঃ
তেল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ভোর থেকে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট।
সকাল ৬টা থেকে টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা বলছে যদি ডিজেলের দাম বাড়ায় তাহলে যাত্রীদের ভাড়াও বাড়াতে হবে। তা না হলে ডিজেলের দাম কমাতে হবে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। যারা জরুরী প্রয়োজনে বের হয়েছেন তারা যেতে পারছেন না তাদের গন্তব্যস্থলে।আবার অনেকে উপায় না পেয়ে সিএনজি,রিক্সা ও অটো রিক্সায় বাড়তি ভাড়া দিয়ে ছুটছেন গন্তব্যে।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান,সরকার ডিজেল ও পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়িয়েছেন।এখন যদি মালিকরা সঠিক ভাবে ভাড়া না বাড়ায় তাহলে আমাদের ব্যবসা লোকসানের দিকে যাবে।পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,দ্রুত সমস্যা সমাধান করতে না পারলে পরিবহন খাত হুমকির মুখে পরতে পারে।