শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের মধুপুরে প্রিন্স এডওয়ার্ড নামে এক আদিবাসী গণমাধ্যমকর্মীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে।
গতকাল রোববার (২২শে আগষ্ট)একটি অনলাইন নিউজ পোর্টালের মধুপুর উপজেলা প্রতিনিধি প্রিন্স এডওয়ার্ড তথ্য সংগ্রহে বিল এলাকায় গেলে এ ঘটনা ঘটে।এসময় তাকে আটকে রেখে গাছের সাথে বেঁধে মারপিট করা হয়।
উপজেলার অরনখোলা ইউপি চেয়ারম্যানের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,প্রিন্স এডওয়ার্ড সংবাদ সংগ্রহের জন্য সকালে বিল এলাকায় এলে তাকে রহিম চেয়ারম্যান,স্থানীয় ইউপি সদস্য ও তার বাহিনী মিলে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে।স্হানীয়রা পুলিশে খবর দিলে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান,আমি খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছি।
এদিকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেধে বর্বর এ নির্যাতনের ছবি সোসাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে।এ ঘটনায় সাংবাদিক,রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে নিন্দা ও সমালোচনার ঝর উঠে। তারা বেপরোয়া রহিম চেয়ারম্যান ও তার বাহিনীসহ জড়িতদের শাস্তি দাবী জানান।