নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কতৃক হামলায় গুরুতর আহত হয়েছেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১.০০ টার দিকে বাসায় ফেরার পথে তিনি এই হামলার শিকার হন বলে জানা যায়।পরে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।তবে এখনো তিনি আশংকামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
জানা যায়, মনিরুজ্জামান লিটন রাতে তার নিজ বাসা টাঙ্গাইল পৌর এলাকার ব্যাপারীপাড়া যাবার পথে হঠাৎ করে সন্ত্রাসীরা কয়েকটি মটর সাইকেল নিয়ে এসে তার গতিরোধ করে ছুরি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপাতে থাকে।এরপর সন্ত্রাসীরা গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে রাস্তার উপর ফেলে রেখে চলে যায় ।
পথচারী ও আশেপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়।
এ বিষয়ে,টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা বলেন, যারা এই নির্মম হত্যার চেষ্টা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠ বিচার চাই।