ডেস্ক: ইতিহাসের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের অনন্য নজির গড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো।
বুধবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের রাহকিম কর্নওয়ালকে সাজঘরে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন ত্রিনবাগো নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।
এই তালিকায় ব্রাভোর কাছাকাছিও কেউ নেই। এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে আর কোনো বোলার ৪০০ উইকেটের দেখা পাননি। ৩৯০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
এর আগে ৩০০ উইকেট (২০১৪ সালের আগস্টে) এবং ৪০০ উইকেটের (২০১৭ সালের ডিসেম্বর) মাইলফলকেও প্রথম বোলার হিসেবে ঢুকেছিলেন ডোয়াইন ব্রাভো। প্রথম ১০০ আর ২০০ উইকেটের রেকর্ডটি দখলে অস্ট্রেলিয়ান ডাচ ক্রিকেটার ডার্ক নানেসের।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা বোলারও ব্রাভো। ৪৫৮ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। ৫০৪ ম্যাচ খেলে এই তালিকায় এক নম্বরে আছেন তারই স্বদেশি কাইরন পোলার্ড।