আনিছুর রহমানঃ
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মামলার প্রধান আসামি শাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত বিষয়েই শাকিব তার বন্ধুদের নিয়ে মুন্নিকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে যান।’
কুমিল্লায় ট্রান্সজেন্ডার নারী হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদর্শ সদর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই তিন যুবক হলেন মূড়াপাড়া এলাকার মো. সিয়াম, শাসনগাছা এলাকার মো. অনিক ও মো. দিহান।
এর আগে বুধবার সকালে আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মুড়াপাড়া এলাকা থেকে মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে। থাকতেন কুমিল্লার মুড়াপাড়া এলাকায়।
এ ঘটনায় বুধবার মুন্নির বাবা আবদুল মতিন আটজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন বলেন, ‘মামলার পর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নেতৃত্বে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মামলার প্রধান আসামি শাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেম সংক্রান্ত বিষয়েই শাকিব তার বন্ধুদের নিয়ে মুন্নিকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে যান।’
Leave a Reply