রাশিদ আহমেদ গাজীপুর জেলা প্রতিনিধিঃ
ট্রেনে কাটা পড়লেন মা, রাস্তায় ছড়িয়ে সন্তানের ছিন্নভিন্ন হাত
গাজীপুরের শ্রীপুরে সন্তানসহ এক মা ট্রেনে কাটা পড়েছেন। এতে মায়ের প্রাণ গেলেও বেঁচে যায় কন্যাশিশু। তবে তার হাতটি ছিন্নভিন্ন হয়ে গেল।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলস্টেশন মাস্টার হারুন অর রশিদ। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রেলস্টেশন মাস্টার হারুন জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্টেশন চত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। এ ঘটনায় তার শিশু সন্তান গুরুতর আহত হয়।
তিনি আরো জানান, শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।