তৌহিদ সরকার নিজস্ব প্রতিবেদকঃ
ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে মিলবে পুরস্কার
দেশে চলন্ত ট্রেনের বিভিন্ন রুটে প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে যাত্রীদের আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির খবর পাওয়া গেছে। এজন্য পাথর নিক্ষেপ রোধে নিক্ষেপকারীকে ধরিয়ে দিলেই অর্থ পুরস্কার দেবে পুলিশ।
পাথর নিক্ষেপ রোধে সোমবার (১১ অক্টোবর) রাজধানীর কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও স্টেশনে সভা করছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে।
এ সময় ঢাকা রেলওয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, চলতি বছর পাথর নিক্ষেপের ঘটনায় ২৫ জনকে আটক করছে রেলওয়ে পুলিশ। পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি আরো বলেন, এরই মধ্যে পাথর নিক্ষেপ রোধে বেশকিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেমন কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারে বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন তাহলে সংবাদদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
জানা গেছে, ঢাকা বিভাগে ৭৬টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে টঙ্গী ও ভৈরবে এলাকা বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি এ পাথর নিক্ষেপের বেড়েছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতি বেশকিছু কর্মসূচি নিয়েছে রেল সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত পাথর নিক্ষেপ রোধে প্রচারণা চালানো হলো।
ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, যদি পাথর ছোড়ার কারণে ট্রেনের কোনো ক্ষতিসাধন হয়, যাত্রীদের ক্ষতি হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান আছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে চলন্ত ট্রেন ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ১০৩টি গ্লাস ভেঙেছে।
Greil R, Moik M, Reitsamer R, et al Neoadjuvant bevacizumab, docetaxel and capecitabine combination therapy for HER2 neu negative invasive breast cancer Efficacy and safety in a phase II pilot study buy priligy cheap