গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আজহারুল ইসলাম (২২) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালে রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির সময় স্থানীয় জনসাধারণ আজহারুল ইসলামকে আটক করে। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
ওসি বিষয়টি ইউএনওকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। অপরাধের কথা আজহারুল স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠান ইউএনও।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..