ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের মধ্যে অবস্থিত শৌচাগারটি বেহাল দশা।প্রসাবের দূর্গন্ধে সেখানে টিকা দায় হয়ে পড়েছে।প্রতিদিন গড়ে ২ সহস্রাধিক মানুষ বড় মাঠে চলা ফেরা করে।এছাড়াও মাঠে খেলতে আসা বিভিন্ন ক্রিকেট ও ফুটবল টিমের খেলোয়াড়রাও পড়ছেন বিপাকে।শৌচাগারটির প্রসাব ও পানি নিস্কাশন ব্যাবস্থা সমস্যা হওয়ার করানে প্রসাব গেট দিয়ে গড়িয়ে গড়িয়ে মাঠের মধ্যে প্রবেশ করছে।এতে করে মাঠের চারপাশে হাটতে আসা মানুষজন দূর্গন্ধে অনেক দূর দিয়ে নাক চেপে ধরে যাতায়াত করছেন।তাই খুব দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।৫ ফেব্রুয়ারী শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় গেট দিয়ে প্রসাব বের হয়ে মাঠের ভেতরে প্রবেশ করছে। আর দূরগন্ধে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাশ।টাউন ক্লাবের সদস্য নাজমুল বলেন বর্তমানে পৌরশহরের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে ঠাকুরগাঁও বড় মাঠ।বর্তমান যাবতীয় ব্যাবসা প্রতিষ্ঠান যেমনঃচটপটি,ফুসকা,খেলনা,হোটেল,
রেস্টুরেন্ট,চাইনিজ,কাঁচামাল,পুরাতন কাপড়,ও নিত্য প্রয়োজনীয় জিনিস মাঠকে ঘিরে চালু হয়েছে।সারাদিন কমপক্ষে ২ সহস্রাধিক মানুষ মাঠের ভিতরে বিভিন্ন কাজে চলাফেরা করে।ভয়ংকর তথ্য হলো এত মানুষের সমাগম হলোও মাঠের চারপাশে নেই কোন শৌচাগার। এ শৌচাগারটি মানুষজন বাজেভাবে ব্যাবহারের ফলে ময়লা অাবর্জনা জমে নষ্ট হয়েছে।মাঠে চারপাশে রাতে নিয়মিত হাটতে আসা পৌর শহরের হলপাড়া মহল্লার ফেরদৌসী বেগম বলেন আমরা স্বামী স্ত্রী নিয়মিত রাতে মাঠের চারপাশে হাটি।আমাদের মত কয়েকশ মানুষ এখানে হাটে।কিন্তু এখানে আসার পর দূর্গন্ধে এ অংশটুকু পার হওয়া দায় হয়ে যায়।ফুটবল খেলোয়াড় জাহিদ হোসেন জানান,মাঠে নিয়মিত ক্রিকেট ও ফুটবলের বেশ কয়েকটি টিমের কমপক্ষে ২ শতাধিক খেলোয়াড় মাঠে খেলতে আসে।কিন্তু এ শৌচাগারটির বেহাল দশার কারনে সেটি ব্যাবহার করতে পাচ্ছে না। বালিয়াডাংঙ্গী উপজেলা থেকে আসা শিক্ষার্থীর অবিভাবক শিমা আক্তার বলেন, আমার সন্তানকে বেশ কিছু দিন ধরে মাঠের পাশে প্রাইভেট পড়াতে নিয়ে আসি।কিন্তু শৌচাগারটিতে গেলে দূর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।এটি সংস্কার করা জরুরি। এ ব্যাপারে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদূর রহমান বাবু বলেন,ইতিপূর্বে শৌচাগাড়টি সংস্কার করা হয় এবং একজন পরিছন্ন কর্মীও নিযুক্ত করা হয়। কিন্তু তিনি চলে গেলে এবং মানুষের বাজেভাবে ব্যবহারের ফলে শৌচাগারটি এমন অবস্থা। তিনি এটি সংস্কারের উদ্যেগ নেয়া হবে বলে জানান তিনি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..