1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
তিন দিনে এই পদ্ধতিতে ত্বকে ফিরবে ঈর্ষণীয় জেল্লা!
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

তিন দিনে এই পদ্ধতিতে ত্বকে ফিরবে ঈর্ষণীয় জেল্লা!

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০, ৬.০৯ এএম
  • ৫২৫ বার পঠিত

 ডেস্ক :
নানা কারণে আমাদের ত্বক তার নিজস্ব জেল্লা হারাতে থাকে। অনেকেই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে নানা রকম ফেসিয়াল প্যাক ব্যবহার করেন। নিশ্চয়ই জানেন, ফেসিয়াল প্যাকে ব্যবহৃত রাসায়নিক সব ত্বকের যত্নের পক্ষে ভালো নয়।

রূপবিশেষজ্ঞদের মতে, ক’দিনের মধ্যেই ত্বককে জেল্লাদার করে তুলতে হলে ভরসা রাখুন ঘরোয়া কিছু যত্নে। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতেই হবে। সাধারণত ঘরোয়া কিছু নিয়ম মেনে চললেই আগামী তিন দিনের মধ্যেই ত্বককে অনেকটা প্রাণবন্ত করতে পারবেন আপনি। চলুন জেনে নেয়া যাক সেই নিয়মগুলো-

> কিছুদিন সকাল শুরু করুন খালি পেটে এক গ্লাস পানি খেয়ে। শরীরের টক্সিন দূর করতে সবচেয়ে কার্যকর উপায় এটি। চেহারায় চাকচিক্য ফেরানোর কাজ সহজ করবে পানি। সঙ্গে খাবারদাবারেও নজর দিন। সঙ্গে এড়িয়ে চলুন অতিরিক্ত তেল-মশলা।

> আপনার ত্বকের জন্য উপযুক্ত কোনো ক্লিনজার বা টোনার ব্যবহার করুন। বাইরে বেরনোর আগে ব্যবহার করুন সেসব।

> বাইরে বেরনোর সময় শরীরের খোলা অংশে অবশ্যই সানস্ত্রিন ব্যবহার করুন।

> মেকআপ করার দরকার পরলে বাড়ি ফিরে অবশ্যই ক্লিনজার ও টোনার সহযোগে ভালো করে মেকআপ তুলে ময়শ্চারাইজার মাখুন। মেক আপ না তুললে সেখান থেকেই ত্বকের ক্ষতি শুরু হয়।

> অন্তত দু’দিন ফ্রুট প্যাক লাগান মুখে। ফেসপ্যাক তোলার পর অবশ্যই টোনার দেবেন ত্বকে।

> প্রতিদিন রাতে মধু, টক দই ও ওটসের মিশ্রণ লাগিয়ে রাখুন মিনিট দশেক। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ।

> বিয়েবাড়ি কিংবা কোথাও বেরনোর আগের দিন ত্বককে স্ক্রাব করুন ভালো কোনো এক্সফোলিয়েটিং স্ক্রাব দিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews