ক্রীড়া ডেস্ক
গত মাসেই ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। এবার চলতি বছরে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কারও পেলেন স্কালোনি।
বর্ষসেরার কোচ হওয়ার লড়াইয়ে তিনি পেয়েছেন মোট ১০৭ ভোট। এই নিয়ে ৩৭ বারের মধ্যে ২১ বারই বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার কেউ। এছাড়া সর্বোচ্চ পাঁচবার এ মহাদেশের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টাইন কার্লোস রিয়াঞ্চি।
এদিকে দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা। স্কালোনির সাথে দ্বিতীয় সেরা কোচের পার্থক্য ৭২ ভোটের। মূলত এই ভোটে অংশ নিয়েছিলেন ২১৮ জন সংবাদকর্মী।