1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
দক্ষিনবঙ্গের এওয়াজপুরের লিটন মেম্বার ইয়াবাসহ আটক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রাহমান শামীম। ন্যায়ের পথে চলো সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে যুবদল নেতা! কুমিল্লা পিটিআই স্কুলে পহেলা বৈশাখ উদযাপন চকরিয়ায় বন্য হাতির পাল কেড়ে নিলো’ এক দিনমজুরের জীবন। ছিনতাই ও চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য,চোরাই কাভার্ডভ্যান সহ সীতাকুণ্ডে দুইজন আটক।  বাংলা নববর্ষ বরণে সাংস্কৃতিক জোটের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  Good News From Turkey! সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার জুলাইয়ের ইন্টারনেট শাটডাউনের নির্দেশদাতা: মাহরীন আহসান

দক্ষিনবঙ্গের এওয়াজপুরের লিটন মেম্বার ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৫.২৫ পিএম
  • ২৬৩ বার পঠিত

আবুল কাশেম, জেলা প্রতিনিধি, 

ইয়াবা ট‍্যাবলেট বিক্রির আদিপত‍্য দখলের তৎপরতার বিস্তৃতি প্রাপ্তির জন‍্য প্রতিপক্ষের দূর্দান্ত তান্ডবে- সন্ত্রাসবাদী ভোলা জেলার সন্ত্রাসবাদী চরফ‍্যাশন উপজেলার সন্ত্রাসবাদী শশীভূষন থানার সন্ত্রাসবাদী এওয়াজপুর ইউনিয়নের সন্ত্রাসবাদী দুই নং ওয়ার্ডের সাত বারের প্রায় পঞ্চাশ বছরের প্রত‍্যাখ‍্যাত ও একবারের নির্বাচিত কন্ডম মেম্বার জালাল আহমেদ দালালের পুত্র লিটন মেম্বার ইয়াবা ট‍্যাবলেটসহ আটকপড়ার খবর পাওয়া গেছে।

 

গত ২১/০৪/২০২১ ইং তারিখে সকাল বেলা ধরা পরার পর এওয়াজপুর ইউনিয়নের ব‍্যক্তিগত জীবনে অবিরাম দ্বিতীয়বারের জন‍্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন এর শশীভূষন বাজারের অফিসে (চেম্বারে) নেওয়া হয়। সেখানে সাহাবুদ্দিন লিটন সকাল বেলার বিলম্ব নাস্তার রীতিমত গনধোলাই খেয়ে ব‍্যাপক নাস্তানাবুদ হয়। পুলিশের হ‍্যান্ডকাপ পড়িয়ে শশীভূষন বাজার দিয়ে তাকে নিকটস্থ শশীভূষন থানায় নেওয়ার প্রাক্কালে আইনী জটিলতায় বিভিন্ন লোকজনের ধরা ছোঁয়ার বাইরে থাকার ফন্দিতে ঘটনার দিনই

 

পুলিশের সহায়তায় তাকে তার পৈতৃক নিজ বাড়িতে পৌঁছে দেয়ার খবর পাওয়া গেছে। বেলা দেড়টা পর্যন্ত সে চোরের মত বাড়ীতে ছিল। দুই টার পর থেকে তাকে আর তার বাড়ীতে আছে বলে খোঁজ খবর পাওয়া যায় নাই।

বিকাল বেলা লোকজনের কথিত সূত্রে শুনা গেছে যে, চিকিৎসার জন‍্য চরফ‍্যাশন হাসপাতালে তাকে ভর্তি করা সম্ভব হয় নাই। তাই তাকে ভোলা জেলা সদরের অজ্ঞাতনামা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

 

তার পারিবারিক সূত্রের অনেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ‍্য দিতে পারে নাই। কি হতে কি হয়েছে, কে হতে কারা মেরেছে এই ব‍্যাপারেও ব‍্যাপক ধোঁয়াশা রয়েছে। অন‍্যদিকে শুনা যায় যে, গত এক মাস আগে সে স্থানীয় আওয়ামীলীগ হতে বহিষ্কার হয়েছে। এলাকার স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি পদ থেকে বাতিল হয়েছে। শশীভূষন থানার পাশের গনধর্ষণখানা নামে পরিচিত বেগম রহিমা ইসলাম মহিলা কলেজের দপ্তরি পদবীর চাকরী থেকেও বাতিল হয়েছে।

 

তার ভাতিজা জিহাদকে ঐ কলেজের ছাত্রলীগের কমিটি থেকে বাতিল করা হয়েছে। এদিকে সে একবার মেম্বার হওয়ার পরবর্তী দ্বিতীয়বারে এলাকার এওয়াজপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের একজন মেম্বার পদ প্রার্থী। বৈশ্বিক মহামারীর প্রানঘাতি করোনা ভাইরাসের আক্রমন প্রতিরোধী চলমান লকডাউনের কারনে উক্ত নির্বাচন স্থগিত রয়েছে। তার ভোটার জনগনের সাথে তার নির্বাচনী প্রেম পর্ব চলাকালে এলাকায় একাধিকবার হামলা ও আক্রমনের মুখে পড়ার কথা সে নিজেও বহুবার এলাকায় বলেছিল।

 

তার প্রথমবারের মেম্বারী নির্বাচনের দিন সে নির্বাচনী সহিংসতায় অংশ নিয়ে ভোট কেন্দ্রে প্রায় আড়াই ডজন জঘন‍্য হত‍্যাপ্রচেষ্টাকান্ড ঘটিয়ে ছিল। সেই ঘটনায় তার ও তার ভ্রুটারদের নৃশংস হামলায় ও আক্রমণে এলাকার মাঝি বাড়ীর পুরুষ ও মহিলা মিলে শতাধিক লোক আহত হয়েছিল। প্রায় বিশ পঁচিশ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বিজয়ী হয়ে বর্তমানে জীবিত আছে। তখন তার প্রতিদ্বন্দ্বী ছিল একাধিক প্রার্থী।

 

চলমান পেন্ডিং ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১ইং-এ তার প্রতিদ্বন্দ্বী শুধু একজন। গত নির্বাচনের দিন সে যাদের শেল্টারে হত‍্যাপ্রচেষ্টাকান্ড করেছে এইবারের নির্বাচনে তারা তার প্রতিপক্ষকে শেল্টার দিয়ে যাচ্ছে। অর্থাৎ, এলাকায় তার টিকে থাকার লড়াইয়ে পরিস্থিতির বদল ঘটেছে। গত ২০/০৪/২০২১ ইং তারিখ দিনগত রাতে তার নির্বাচনী কর্মী, এলাকার বিশিষ্ট গনধর্ষক বাহিনীর লোক মতিন দেওয়ান এর ডাকে সাড়া দিয়ে দেওয়ান বাড়ীতে গিয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের আচার-বিচারে মতিন দেওয়ানের সহোদর বড় ভাই মোস্তফা দেওয়ানকে চড়-থাপ্পর-কিল-ঘুষির হুমকি-হামকি করেছিল বলে খোঁজ পাওয়া গেছে। সেই ঘটনার পর দর্জি বাড়ীর পশ্চিমের হালটের দোকানের সামনে গিয়ে সন্ত্রাসবাদী চরফ‍্যাশন-মনপুরার উপজেলার এমপির বৃদ্ধ মাকে গালিগালাজ করার খবর পাওয়া গেছে। চরফ‍্যাশন পৌরসভার বর্তমান নির্বাচিত মেয়রকে গালিগালাজ করার খবর পাওয়া গেছে।

 

মূলত: সাবুদ্দিন লিটন দালাল চরফ‍্যাশন-মনপুরা উপজেলার এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এর মত বাংলাদেশ আওয়ামীলীগে থাকা হেফাজতে ইসলামের গোয়েন্দা কর্মী। সেই জন‍্য গত টার্মে সে এলাকার মেম্বার হওয়ার জন‍্য জ‍্যাকব এমপির মাধ‍্যমে বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশন পেয়েছিল। বর্তমানের পেন্ডিং নির্বাচনে সেই সমর্থন পাওয়ার সকল সম্ভাবনা রাজনীতির ব‍্যাপক কাঁদার জলে ঘোলা। তার সাথে ঘটে যাওয়া ইউপি নির্বাচন/২০২১ ইং এর প্রেম পর্বের সহিংসতায় শশীভূষন থানায় তার একটি মামলার খবর পাওয়া গেছে। সেই মামলায় সে যাদেরকে আসামী করেছে তারা গত ২১/০৪/২০২১ ইং তারিখের ঘটনায় মুখ খুলতে নারাজ।

 

এদিকে মোস্তফা দেওয়ানের সমর্থিত সাহাবুদ্দিন পন্ডিতের নির্বাচনী প্রতিপক্ষের লিটন দালালের গত একুশ তারিখের ঘটনার পর থেকে মোস্তফা দেওয়ান বাড়ীর লোকজন ঐ ব‍্যাপারে কোন উক্তি করা এড়িয়ে চলার ভাব ধারন করেছে। আর ঘটনা ঘটানোর কাজে তাদেরকে কিছু দৌড়-ঝাঁপে নিয়োজিত দেখা গেছে। লিটন মেম্বারকে নাস্তানাবুদ করার ব‍্যাপারে- কে বা কারা করাতে পারে সেই ব‍্যাপারে দেওয়ান বাড়ীর লোকজনের সাথে কথা বলার জন‍্য ব‍্যাপক দেনদরবারের জন‍্য ঘুরপাক করেও কোন লাভ হয় নাই।

 

তবে রফিক দেওয়ান আরগোট ল‍্যাগুয়েজে কিছু বলেছে। দেওয়ান বাড়ীর তরুণী যুবতিদের সাথে ফস্টিনষ্টি করার কাজে নিয়োজিত পারভেজ (তরিকুল কয়ালের পুত্র) গ‍্যাংদের নিকট ইয়াবা ট‍্যাবলেট বিক্রি নিয়ে বনিবনাহানী ও মুলামুলি নিয়ে কিছু হয়েছ কিনা বলা যায় নাই। তবে পুরো ঘটনাটা এলাকার চেয়ারম্যান হতে চাওয়া রেজাউল করিম ও কামাল পাটোয়ারী সহ অন‍্যান‍্য সম্ভাব্য কারো না কারো রাজনীতির চাল, বেড়া, দরজা, সিড়ি, ডরমেটরি, নাটাই, ঘুড়ি ও হাতিয়ার কিনা ধারনা করা হলেও এখনো অনুমান করা যায় নাই। অন‍্যদিকে ঐ সাহাবুদ্দিন লিটন দালাল গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপির কর্মী ছিল।

 

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সে রোহিঙ্গা শরণার্থীদের মত বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হয়েই ঢাকার মাদক সম্রাজ্ঞী পাপিয়া বাহিনীতে যোগ দেয়। এবং ক‍্যাসিনো সম্রাট জি, কে, শামীম এর ছত্রচ্ছায়া ধরে। তার বড় ভাই ঢাকাইয়া বড় বড় মাস্তানদের সাথে হাত রেখে ঢাকাতে থাকে ও মুদি দোকানের ব‍্যবসা করে। চলমান লকডাউনের আমলে ঐ লিটন দালালকে কোনদিনই মাস্ক পরিধান করে চলতে দেখা যায় নাই।

 

মসজিদ, মাদ্রাসায় বৈশ্বিক মহামারীর প্রাণঘাতী করোনা ভাইরাস (জীবাণু) প্রতিরোধী নামাজ-রোজার সরকারী নির্দেশনা দেওয়া থাকলেও সে এলাকায় কোন দিনই উহার কোন কিছু মান‍্য করায় নাই। বরং সরকার বিরোধী ইফতার, নামাজ, রোজা, সেহেরিতে প্রচুর উৎসাহ-উদ্দীপনা দিয়ে থাকত। ছবিতে নাস্তানাবুদ লিটনকে হ‍্যান্ডকাপ পড়া অবস্থায় দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews