1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
দলীয় মনোনয়নের জন্য ৫ মেয়ৱ প্রার্থী দৌড়ঝাঁপে থাকলেও এলাকা চষে বেড়াচ্ছেন নাগরিক কমিটির প্রার্থী  জিয়াবুল হক
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কসবায় বিএসএফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

দলীয় মনোনয়নের জন্য ৫ মেয়ৱ প্রার্থী দৌড়ঝাঁপে থাকলেও এলাকা চষে বেড়াচ্ছেন নাগরিক কমিটির প্রার্থী  জিয়াবুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৬.৫৭ পিএম
  • ২৬৩ বার পঠিত
 চকরিয়া প্রতিনিধি:
প্রথম ও দ্বিতীয় ধাপে চকরিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও তৃতীয় ধাপে এ চকরিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাগৱিক কমিটিৱ মনোনীত প্রার্থী  ৬নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও তরুণ জননেতা কাউন্সিলৱ জিয়াবুল হক পৌরসভার নয়টি ওয়ার্ডের  অলিগলিতে চষে  বেড়াচ্ছেন । কক্সবাজার জেলা আওয়ামীলীগেৱ অনুরোধক্রমে ৬ ডিসেম্বরের মধ্যে আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের জীবন বৃত্তান্ত পাঠানোর সিন্ধান্তেৱ প্রেক্ষিতে পৌরসভা আওয়ামীলীগ বর্ধিত সভা ডেকে সম্ভাব্য ৫ মেয়র প্রার্থীর নাম পাঠানো হয়।
চকরিয়া পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন। এ পাঁচজনের নাম চূড়ান্ত করে প্রথমে কক্সবাজার জেলা আওয়ামীলীগে ও পরে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হবে বলে জানান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। অন্যদিকে নাগৱিক কমিটিৱ মনোনীত প্রার্থী কাউন্সিলৱ জিয়াবুল হক পৌরসভার নয়টি ওয়ার্ডের অলিগলিতে  মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা জয় করতে মরিয়া।
গত ৬ ডিসেম্বর বিকাল তিনটায় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীরা জানান, এদিন বর্ধিত সভায় পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর নাম একক মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। একইভাবে সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নামও একক ভাবে দেওয়ার প্রস্তাব করলে শেষ পর্যন্ত বর্তমান মেয়র আলমগীর চৌধুরীসহ আরও তিনজনের নাম পাঠানোর সিন্দ্বান্ত নেওয়া হয়। পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে তিনজন পৌরসভা আওয়ামীলীগের অন্য দুইজন্য উপজেলা আওয়ামীলীগের কমিটিতে রয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সিস্টেম প্লাজায় অনুষ্ঠিত সভায় আগামী পৌর নির্বাচনের প্রার্থীতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে দলীয় নেতারা খোলামেলা মতামত পেশ করেন।এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপির সভাপতিত্বে এই সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে একক প্রার্থী করার পক্ষে প্রস্তাবনা ওঠে।
পাঁচ প্রার্থীর নাম প্রথমে জেলা কমিটি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবরে পাঠানো হবে। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানোর পর একজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে।
 প্রসঙ্গত: তরুণ জননেতা জিয়াবুল হক মরণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট সংকটে অসহায়, দরিদ্র ও করোনা আক্রান্ত পরিবারেক মানবিক সহায়তা প্রদান করে আসছেন। অদৃশ্য মহামারী করোনা ভাইরাসে পাল্টে যাওয়া মানুষের জীবনযাত্রায় এই জনপ্রতিনিধি মানবতার সেবায় অবিরাম ছুটে চলেছেন চকরিয়া পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।সরকারি নির্দেশনা মতে অঘোষিত ভাবে লগডাউন ঘোষনা হওয়ার পরথেকে দরিদ্র, দিনমজুর, কর্মহীন, সুবিধা বঞ্চিত ও করোনা আক্রান্ত অসহায়দের পরিবারের মুখে খাবার দিতে প্রতিনিয়িত খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী নিয়ে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন জনপদের অলিগলিতে।
 পৌরসভার স্থানীয়দের মতে কাউন্সিলর জিয়াবুল হক শুধু মানবিক জনপ্রতিনিধি না যেনো এক মানবতার ফেরিওয়ালা। তিনি ইতিমধ্যে চকরিয়া পৌরসভায় কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত দরিদ্র পরিবার ও পৌরসভার ৯টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার অন্তত ১৫ হাজার কর্মহীন জীবিকা হারানো পরিবারের মাঝে কাউন্সিলর জিয়াবুল হকের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা, উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।নির্দিষ্ট একটি ওয়ার্ডের কাউন্সিলর হলেও তিনি পুরো পৌরসভায় খাদ্য সহায়তা বিতরণ করে সবার দৃষ্টি কেড়েছেন। তার এই খাদ্য সহায়তা বিতরণও করা হয়েছে ব্যতিক্রমী উপায়ে। কোনো ধরণের জনসমাগম ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে নীরবে কর্মীর মাধ্যমে পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় ও অলিগলিতে এই খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন।
 চকরিয়া পৌরসভার সরজমিন প্রদক্ষিণ শেষে জানাগেছে, চকরিয়া পৌরসভার কৃতিসন্তান ও ৬নম্বর ওয়ার্ড থেকে জিয়াবুল হক কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও তার নির্বাচনী ওয়ার্ড নিয়ে তিনি মোটেও ব্যস্ত সময় পাৱ কৱেন নি। তিনি পৌরসভার আওতাধীন নয়টি ওয়ার্ডস্থ বিভিন্ন জনপদের পাড়া-মহল্লায় সৃষ্ট কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ আক্রান্ত হওয়া পজিটিভ আসা অসহায় ও দরিদ্র রোগীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণে নিভৃতেই কাজ করে গেছেন। দেশের ক্রান্তিলগ্নে সংকটে পড়া মানুষের জন্য তার এহেন মানবিক কর্মকান্ড দেখে পুরো পৌরসভা এলাকায় সাধারণ মানুষের সুখে-দুঃখের সঙ্গী ও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
এছাড়া ইতিপূর্বে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পৌরসভার পাশাপাশি উপজেলার ১৮টি ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে গরিব, অসহায়, দরিদ্র, অস্বচ্ছল, এতিম, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্ত ও স্কুলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা এবং এতিমখানা ছাড়াও সামাজিক নানা প্রতিষ্ঠানে প্রচার বিমুখ ছাড়া অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে নিরবে আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেছেন।
 আসন্ন  চকরিয়া পৌরসভা নির্বাচন প্রসঙ্গে চকরিয়া পৌরসভার কাউন্সিলর তরুণ জননেতা জিয়াবুল হক কাছে জানতে চাইলে তিনি বলেন,  চকরিয়া উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামী লীগ  একক প্রার্থিতা ঘোষণা করলেও ব্যক্তিগতভাবে আমি মোটেও বিচলিত নই। আগামীতে জনগণই বেছে নিবেন অতীতে তাহাদের সুখে-দুখে কে ছিলেন কাকে পাশে পেয়েছেন?  জনগণ-ই আমার শক্তি, জনগণ-ই আমার মনোবল! তাই  দলবল নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে  জনগণের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাল্লাহ! করোনা ভাইরাস প্রাদুর্ভাব ছাড়াও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন প্রকারের  সার্বিক সহযোগিতা অদ্যবদি পর্যন্ত মানুষের কল্যাণে অব্যাহত রেখেছি।
শৈশব থেকে রাজনীতির অংঙ্গনে বেড়ে উঠা বর্তমান মানবিক জনপ্রতিনিধি হিসেবে ক্ষ্যাতি অর্জনকারী জিয়াবুল হক দৃঢ়চিত্ত্বে বিশ্বাস করেন, একজন রাজনৈতিক নেতা যদি সততার সঙ্গে কাজ করতে পারে সেই সততাই হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি, সততার শক্তি দিয়ে যেকোনো দুর্যোগ, যেকোনো দুর্বিপাক মোকাবিলা করা যায়। সততার শক্তি উঁচু গলায় কথা বলার সাহস জোগায়। সেই প্রয়াসে মানব সেবায় তাঁহার অবিরাম পথচলা।
এছাড়াও পৌরবাসীর কাছে আন্তরিক দোয়া ও  সর্বোপরি সহযোগিতা কামনাৱ পাশাপাশি অর্থ-প্রাচুর্য,ভোগ-বিলাসে নয়-গনমানুষের দোয়া-ভালবাসার মাঝেই এগিয়ে যেতে চাই তরুণ জননেতা কাউন্সিলর জিয়াবুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews