
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করাই বিএনপি নেতা মোঃ রেজাউল করিম সরদার কে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান বলেন,আক্কেলপুর পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক পেয়ে আলমগীর চৌধুরী বাঁদশা মেয়র প্রার্থীর নির্বাচন করছেন সেখানেই আক্কেলপুর পৌর বিএনপি নেতা মোঃ রেজাউল করিম সরদার তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মেয়র পদে ‘জগ’ মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করাই দল এ সিদ্ধান্ত নিয়ে তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, বিধায় দলীয় গঠনতন্ত্রের ৫-এ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্য পদসহ সকল পার্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) “জগ” মার্কার মেয়র প্রার্থী মোঃ রেজাউল করিম সরদার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply