
রানা, পটুয়াখালী প্রতিনিধি :
ভয়াবহ অগ্নিকান্ডে পটুয়াখালীর দশমিনা সদর বাজারে ১০টি দোকানঘর ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি-২০২১) দিবাগত গভীর রাতের এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকার হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানায়, উপজেলা সদর বাজারের দিগন্ত সড়কের মোল্লাপট্টিতে রাত ১১টায় অাগুন ছড়িয়ে পড়ার বিষয়ে বর্ননা করেন প্রত্যক্ষদর্শী দোকানী রিয়াজ হোসেন। তিনি বলেন, দোকান বন্ধকরে রাতের খাবার খাচ্ছিলাম। চতুর্দিকে আগুন দেখে দিকবেদিক হারিয়ে ফেলি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়েছে।
দশমিনা ফায়ার সার্ভিসেস এন্ড সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন মিয়া জানান, আমরা দু’টি ইউনিট নিয়ে দেড়ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
অগ্নিকান্ডে মতলেব মোল্লার ভাড়াটিয়া তপন শিকদারের মিষ্টির কারখানা, আল-আমিন মোল্লার ভাড়াটিয়া ইউসুফের রেস্তরা, একই মালিকের ভাড়াটিয়া বেল্লালের চায়ের দোকান, নুরু মোল্লা ভাড়টিয়া রিয়াজের চায়ের দোকান , মোতালেব মোল্লা ভাড়াটিয়া কামালের চায়ের দোকান ও হবিব মোল্লার খালি দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এছাড়াও ছিদ্দিক মোল্লা, হাসান মোল্লা, আঃ মালেক ও আঃ ছালম’র নিজে পরিচালিত চায়ের দোকানসহ ১০ দোকান পুড়ে গেছে বলেও স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা জেলা আ’লীগের সদস্য এড. সিকদার গোলাম মোস্তফা ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. ইকবাল মাহমুদ লিটন ক্ষতিগ্রস্তদের সরকারি বেসরকারি সুবিধা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
সহকারি কমিশনার (ভূমি) আবদুল কাইয়ুম ও ওসি মোঃ জসিম বলেন, ক্ষতিগ্রস্তদের তলিকা করে পূর্নবাসন করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply