ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
ফটিকছড়ি উপজেলার ২ নং দাতমারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নতুন মুখের অচেনা লোকজন ও ভাড়াটে সন্ত্রাসীদের আনাগোনায় বাড়ছে আতঙ্ক। তাদের মধ্যে জামাত-শিবিরের নেতাকর্মীরা রয়েছে। ফলে সন্ত্রাসীদের আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, সদস্য প্রার্থীসহ সাধারণ ভোটাররা। আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার ২ নং দাঁতমারা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২নং দাঁতমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী টানা পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মো. জানে আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুরুল আলম, সাংবাদিক আবু মুছা জীবন, জাহেদুল আলম, মাস্টার জয়নাল। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মো. নুরুল আলম। চেয়ারম্যান প্রার্থী পাঁচজন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী টানা পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মো. জানে আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুরুল আলম মধ্যে বলে জানিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা। নির্বাচনী হাওয়া শুরু হওয়ার পর থেকে জামাত-শিবিরের অস্ত্রধারী ক্ষুদ্র গ্রুপগুলোর আনাগোনা বেড়ে চলেছে।ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি আছে। তিনি বলেন, নির্বাচনী এলাকার ভেতরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার বিন্দুমাত্র সুযোগ কেউ পাবে না।এদিকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবুল কালাম এব্যাপারে কিছুই বলতে পারেন না বলে জানান। সুত্রজানায়, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবুল কালামের সাথে নৌকা বিরোধী প্রার্থীদের ভাল যোগাযোগ রয়েছে। জানাগেছে দাঁতমারা পুলিশ কেন্দ্রের নতুন আ্ইসি মো. আবুল কালাম এর বাড়ী দাঁতমারার কাছকাছি পাশ্ববর্তী এলাকায়। তাই তিনি এই এলাকার ভাল খারাপ সকলকেই চিনেন। ২ নং দাঁতমারা ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা ঘটলেও সেখানে তিনি কোন ভূমিকা রাখতে পারেননি। তাছাড়াও দাঁতমারা পুলিশ কেন্দ্রের নতুন আ্ইসি মো. আবুল কালাম এর যোগদানের ১ সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও এখনো তিনি আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী টানা পরপর দুইবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. জানে আলমের সাথে সাক্ষাত না করলেও কিন্তু তিনি অন্যান্য প্রার্থীদের সাথে ঠিকই সাক্ষাত করেছেন এমন কিছু ছবিও সামাজিক যোগাযো মাধ্যমে দেখাগেছে।