দক্ষিণ জামালপুরের প্রাণকেন্দ্র ১৪নং দিগপাইত ইউনিয়ন। এই ইউনিয়নের ভুমি অফিসের পরিত্যক্ত ঘরের বারান্দার একটি রুমে দীর্ঘদিন যাবত পোস্ট অফিসের কার্যক্রম চলছে। ডিজিটাল এই যুগে পোস্ট অফিসের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে? যদি সত্যিই পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়ে থাকে – তাহলে পোস্ট অফিসের কার্যক্রম বিলুপ্ত করা উচিত। কারণ – সরকারের অনেক টাকা গচ্চা যাচ্ছে। আর যদি প্রয়োজনীয়তা থেকে থাকে, তাহলে কর্তৃপক্ষের উচিত পোস্ট অফিস গুলো দ্রুত সংস্কার করা এবং পোস্ট অফিসের কার্যক্রম গতিশীল করা।
যাই হোক যেটা বলতে ছিলাম – দিগপাইত ইউনিয়ন পোস্ট অফিসের কার্যক্রম চালানোটা একটু কঠিনই হয়ে পড়েছে। পোস্ট মাষ্টার সবুজ মিয়ার কাছ থেকে জানা যায়, ঘরের চালা দিয়ে পানি পড়ে। মাঝে মাঝে দরজার সামনে পায়খানা করে রাখে। বসার টেবিল ও চেয়ার গুলোও ভেঙে গেছে। এক কথায় এই রুমে তার অফিসিয়াল কার্যক্রম চালানোটা খুবই কঠিন। সুতরাং – সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসী পোস্ট অফিসটি দ্রুত সংস্কার করে দেয়ার জোর দাবী জানিয়েছে।