
ইদ্রিছ আলী দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়ন এবং অগ্রগতি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ (মঙ্গলবার) সকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু প্রমূখ।
এছাড়াও এ প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এ সময় উন্মুক্তভাবে এলাকার বিদ্যমান জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগ, এর প্রভাব, বিপদাপন্নতা, বর্তমান মোকাবিলা (অভিযোজন) কৌশল, জলবায়ু পরিবর্তন অভিযোজন এর উল্লেখযোগ্য প্রকল্পসমূহ, প্রকল্প
প্রণয়নে বাঁধা-সমস্যা সমূহ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ন্যাপ প্রকল্প প্রণয়নে প্রশিক্ষণ ও জ্ঞানের ধারণা ও ভবিষ্যতের প্রস্তাবসমূহ সম্পর্কে মতবিনিময় করা হয়।
দীঘিনালা খাগড়াছড়ি
এ জাতীয় আরো খবর..
Leave a Reply