
ইদ্রিছ আলী দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ভস্মীভূত কবাখালী ইউনিয়ন পরিষদ ভবন। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লেগে পুড়ে যায় ইউনিয়ন পরিষদ ভবনটি। দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অফিস ভবনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পরলে দীঘিনালা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে
দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে
এ জাতীয় আরো খবর..
Leave a Reply