রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ
দুরন্ত স্কটিশদের সামনে এবার পিএনজি
বাংলাদেশকে হারিয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম দিনেই অঘটনের জন্ম দিয়েছে স্কটল্যান্ড। এমন একটি দারুণ জয়ে রীতিমতো উড়ছে তারা। সেই উড়ন্ত স্কটিশদের সামনে আজ পুঁচকে পাপুয়া নিউগিনি (পিএনজি), যারা কিনা প্রথম ম্যাচে ওমানের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে। তাই আজ মাসকটে ফেভারিট হিসেবে নামবে স্কটল্যান্ড। তার ওপর আজ জিতলেই সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে যাবে স্কটিশরা। স্বাভাবিকভাবেই দ্বিগুণ উদ্দীপনা নিয়ে মাঠে নামবে তারা।
বাংলাদেশের বিপক্ষে ৬ রানের দারুণ জয়ে নায়ক ছিলেন ক্রিস গ্রেভস। ৫৩ রানে ৬ উইকেট পতনের পর ২৮ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে লড়াই করার মতো অবস্থানে পৌঁছে দেন তিনি। এরপর বল হাতে আউট করেছেন বাংলাদেশের মিডল অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটারকে। গ্রেভসের অলরাউন্ড নৈপুণ্যে দারুণ জয় পেলেও ব্যাটিং নিয়ে কিন্তু স্কটিশদের শঙ্কা থাকছেই। তাদের টপ অর্ডারের চার ব্যাটার পাঁচ রানের গণ্ডি পেরোতে ব্যর্থ হন।
তবে বোলাররা প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছেন। শুরু থেকে তারা নিয়মিত উইকেট তুলেছেন বলেই মাঝারি মানের পুঁজি নিয়েও জয়ের দেখা পেয়েছেন তারা। তবে অধিনায়ক কোয়েটজারের অভিমত, আরও ভালো পারফর্ম করার সামর্থ্য তার দলের রয়েছে, ‘আমরা জানি, বিশ্বকাপের মঞ্চে যে কোনো দলকে হারাতে হলে আরও ভালো খেলতে হবে। প্রথম ম্যাচে অবশ্যই আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’
প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির ব্যাটিংও ব্যর্থ হয়েছে। ওমানের বিপক্ষে তাদের একমাত্র প্রাপ্তি অধিনায়ক আসাদ ভালার হাফ সেঞ্চুরি। এ ছাড়া ওপেনার চার্লস আমিনি ৩৭ রান করেন। এই দু’জন ছাড়া পিএনজির ব্যাটাররা দল বেঁধে আউট হওয়ার প্রতিযোগিতায় মেতেছিলেন। তাদের বোলিংও কোনো ছাপ ফেলতে পারেনি। সাতজন বোলার ব্যবহার করেও প্রতিপক্ষের কোনো উইকেট তুলতে পারেননি পিএনজি অধিনায়ক। এই অবস্থা থেকে উত্তরণে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্সে মনোযোগী হতে চাইছেন অধিনায়ক আসাদ ভালা। সাদা বলের ক্রিকেটে সর্বশেষ ১২ ম্যাচ হারের বৃত্তে থাকা পিএনজি কি স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে পারবে!