1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
দেবীদ্বারে শিঘ্রই ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে !
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৯ দোকানদার!গাফিলতির অভিযোগ ফায়ার সার্ভিসের উলিপুরে “তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত কালুখালী উপজেলা ছাত্রদলের শাওরাইল ইউনিয়নের কর্মী সম্মেলন  অনুষ্ঠিত                  খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ রাজশাহী পুঠিয়ায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা পুড়ছে কাঠ লোহাগড়া কৃষি অফিসে বিভিন্ন তথ্য পেতে সাংবাদিকদের ভোগান্তি এখনো ঝুঁকিমুক্ত নয় মা হারা হাতি শাবকটি রইছে নিবিড় পরিচর্যায়। সারদা পুলিশ একাডেমিতে কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লোহাগড়ায় গরু ব্যবসায়ী অপহরণ: শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ডামুড্যায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিক সহ আহত ৩

দেবীদ্বারে শিঘ্রই ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে !

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৬.৪৭ পিএম
  • ২০৬ বার পঠিত

দেবীদ্বারে শিঘ্রই ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে !

এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে শিঘ্রই ৩০বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। মঙ্গলবার বিকেলে দেবীদ্বারের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে যেয়ে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট চালু করার বিষয়টি ‘দৈনিক আজকালের খবরকে নিশ্চিত করেছেন।
ইতিমধ্যে দেবীদ্বার সরকারী হাসপাতাল সংলগ্ন সাবেক যুগ্ম- সচিব মাহববুররহমান’র ‘মাহবুব পাঙ্গন
প্রতিষ্ঠিত ‘আল ইসলাম হাসপাতাল’টি অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি খালি পড়ে আছে। ওই ভবনটিকে করোনা ইউনিট হিসেবে চালু করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ইতিমধ্যে ভবন মালিকের সাথে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভবনটি পরিদর্শন করেছেন। করোনা বিশেষজ্ঞও আমাদের আছে, কয়েকজন চিকিৎসক ও নার্সসহ জনবল বাড়ানো প্রয়োজন। তাছাড়া ৩টি অক্সিজেন কোম্পানীর সাথে কথা বলেছি। উন্নতমানের অক্সিজেন সিলিন্ডার খুঁজছি। অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা হলেই করোনা ইউনিট চালু করে দেব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, করোনা প্রভাব বৃদ্ধির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩তলা ভবনটি ৫বেডের করোনা ইউনিট হিসেবে চালু করেছি। চলমান বৈশ্বিক করোনা মাহামারীতে করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ওই করোনা ইউনিটটিকে ১০ বেডে উন্নীত করেছি। তাতেও সংকোলান হচ্ছেনা। প্রতিদিনই বেশ কিছু মূমূর্ষ রোগীকে কুমিল্লা বা ঢাকায় স্থানান্তরিত করতে হচ্ছে। অধিকাংশ রোগিদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহোদয় অবগত হওয়ার পর পাশর্^বর্তী একটি প্রাইভেট হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি এখন খালি পড়ে আছে। সংসদ সদস্য মহোদয় ওই ভবনটিতে আলাদা একটি করোনা ইউনিট চালু করার চেষ্টা করছেন। ভবনটিতে ২০থেকে ৩০বেডের করোনা ইউনিট করা যাবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সহ ২২জন ও ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৫জন সহ ২৭জন চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে ৯জন ডেপুটেশনে, ৬টি পদ শুণ্য এবং ১টি পদের চিকিৎসক মাতৃকালীন ছুটিতে আছেন। বাকী ১১জন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কয়েকজন চিকিৎসক নিয়ে করোনা রোগী সহ সাধারন রোগীদের সেবা দিয়ে আসছি। এ মূহুর্তে আরো একটি করোনা ইউনিট বাড়ালে চিকিৎসক, জনবল ও অক্সিজেন সিলিন্ডার সহ কিছু ইনুষ্টলম্যান্টের প্রয়োজন হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা একটি ভবনে ২–৩০ বেডের একটি নতুন করোনা ইউনিট চালু করার পরিকল্পনা করছি। এবিষয়ে এমপি মহোদয়, ডিসি স্যার ও সিভিল সার্জন’র সাথে কথা বলেছি, খুব শীঘ্যই চালু করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews