ডেস্কঃ
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও মারাত্মক পর্যায়ে রয়েছে। তবে আশার খবর হলো, এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের সুস্থতার হার বাড়ছে। প্রতিদিন তিন হাজারের বেশি আক্রান্ত হলেও এখন সুস্থ হওয়ার সংখ্যা হাজারের কোটা ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫৭৮ জন। গতকালের চেয়ে আজ ৩২৫ জন বেশি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। আগের দিন এই হার ছিল ২১ দশমিক ১৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৭ শতাংশ বেশি।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৪১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৮৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল দুই হাজার ৮৫৬ জন।
নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ১৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৪ দশমিক ৪৮ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ৩২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৭১ জন।
শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৩ জুন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ৬৭২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৫৩ হাজার ১৮২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৫৫ জন এবং এ পর্যন্ত চার লাখ ২৩ হাজার ৩৪৯ জন।