উবায়দুল্লাহ খানজাহানা আলী থানা প্রতিনিধি খুলনাঃ
খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক অনির্বাণ সম্পাদক, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলী আহমেদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দৈনিক অনির্বাণের ব্যবস্থাপক আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জামাই ইঞ্জিনিয়র জাহাঙ্গীল হোসেন বাংলানিউজকে বলেন, মরহুম আলী আহমেদের জানাজা বৃহস্পতিবার তারাবির নামাজের পর মহানগরীর সার ইকবাল রোডের মতি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এছাড়া তিনি খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ ও আহছান উল্লাহ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। শোক প্রকাশ করে
প্রেসক্লাব খানজাহান আলী থানা কমিটিরপক্ষ থেকে বিবৃতি দিয়েছেন
সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি এম আর হাসান, সহ -সভাপতি ( বীর মুক্তিযোদ্ধা) আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাপ্পী, কোষাধ্যক্ষ উবায়দুল্লাহ , তথ্য আইন বিষয়ক সম্পাদক গাজী মাসুম , দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ্ এইচএম কাদির, প্রচার-সম্পাদক শেখ ইউসুফ ,
কার্যকারী সদস্য এনামূল কবীর, শাহিন মিয়া, আলমগীর হোসেন হাওলাদার, কুমারেশ গাইন, ,শাহিন উজ্জামান , আনিসুর রহমান প্রমুখ ।
Leave a Reply