মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। জানা যায় ২৭ অক্টোবর বেলা ১টায় বদলগাছী মাতাজি সড়কের ভুতকুড়ি ব্রিজের উপর এঘটনা ঘটে। এসময় চাকরাইল যুগিপাড়া গ্রামের মৃত লছির উদ্দীনের ছেলে ভ্যান চালক ফারুকের মৃত্যু ঘটে। ভ্যানের যাত্রী সানু মন্ডল বলেন বদলগাছী থেকে ভ্যান যোগে আসার সময় উক্ত ব্রিজের পৌঁছিলে পিছন দিক থেকে একটি যাত্রী বাহী বাস ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যান চালক ফারুক হোসেন(৫০)এর মৃত্যু হয়। এসময় বাসের ড্রাইভার পালিয়ে গেলেও চট্রগাম নং২৩১০ বাসটি আটক করে স্থানীয়রা। বদলগাছী থানার অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ আতিকুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর পেয়ে বাসটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলতেছে। এব্যপারে যদি মৃত ব্যক্তির কোন ওয়ারিশ বাদি হয়ে মামলা করতে চায় তাহলে মামলা নেওয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..