রায়হান আলী, মান্দা:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মান্দা উপজেলার পরানপুর ইউপির বানিসর কালিতলা বাজারে মান্দা থানা পুলিশের উদ্যোগে ওসি (তদন্ত) তারেকুর রহমান এর সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়।
মান্দা উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, বিট পুলিশিং এর সভাপতি আলহাজ¦ সুবেদ আলী প্রামানিক, পরানপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল, ইউপি সদস্য আকরাম আলী ও আমিনা বেগম প্রমুখ।