নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রানীনগরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেড় বিঘা জমির ভুট্টা ক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে এ বিনষ্টের ঘটনা ঘটে। ঘটনায় জমির মালিক ইয়ানুছ আলীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে মৃত দশরত মৃধার ছেলে ইউনুছ আলী এ বছর দেড় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন।
ওই জমি দীর্ঘদিন থেকে বর্গাচাষ করতেন জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল গ্রামের আছির দপ্তরির ছেলে জাফের আলী, জাবেদ আলী ও কাশেম আলী। ইউনুছ আলী ভুট্টার আবাদ করার পর থেকে প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি ভুট্টার আবাদ এবার ইউনুছ আলী ঘরে তুলতে পারবে না বলেও হুমকি দেয়।
গত শনিবার (২০ মার্চ) রাতের কোন এক সময় প্রতিপক্ষ আছির দপ্তরির ছেলে জাফের আলী, জাবেদ আলী, কাশেম আলী, জাবেদ আলীর ছেলে আমিনুল ও এনামুল (চাঁন) এবং জাফের আলীর ছেলে মোরশেদসহ কয়েকজন ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। আর
কয়েকদিন পর ভুট্টাগুলো বাড়িতে উঠার কথা ছিল। কিন্তু ভুট্টার গাছের কোমরের নিচ থেকে সবগুলো কেটে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ কৃষকের কপালে হাত উঠার উপক্রম হয়েছে।
স্থানীয় রেজাউল ও মান্নান বলেন, ওই জমির পাশে তাদের খিরার ক্ষেত আছে। রোববার সকালে খিরার ক্ষেত দেখতে গিয়ে দেখেন ক্ষেতের সবগুলো ভুট্টার গাছ কেটে ফেলা হয়েছে। তারপর জমির মালিককে বিষয়টি জানানো হয়। কয়েক মাস আগে থেকে ওই জমি নিয়ে ঝামেলা হচ্ছিল।
অভিযুক্ত জাফের আলী ও জাবেদ আলী বলেন, দশরত মৃধার কাছ থেকে তারা জমি কিনে নিয়েছেন। তার ছেলে ইয়নুছ আলী জোর পূর্বক জমি দখল কওে ভুট্টার আবাদ করেছে। তবে ভুট্টার ক্ষেত তারা নষ্ট করেনি বলে অভিযোগ অস্বীকার করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মৃত দশরত মৃধার ছেলে ইয়ানুছ আলী বলেন, আমাদের জমি তারা দীর্ঘদিন থেকে বর্গা করতো। এ বছর দেড় বিঘা ওই জমিতে ভুট্টা লাগিয়েছেন। এরপর প্রতিপক্ষরা জমি নিজেদের দাবি করেন। তাদের কাছে চার মাস আগে কাগজপত্র দেখতে চেয়েছি।
কিন্তু তারা দেখাতে পারেনি। তারপর থেকে তারা জমি দখলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দেয়। শনিবার রাতের কোন এক সময় তারা ভুট্টা গাছ কেটে নষ্ট করেছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।