
সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁয় বিভেদ ও হানাহানি রোধে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর বালু মহল দু ভাগে বিভক্ত ঘোষনা বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন হাফিজুর রহমান, সাকিল হোসেন,
মোজাফফর হোসেন, নয়ন মন্ডল, জুলফিকার আলী প্রমুখ।
এসময় বক্তারা দাবী করেন, আত্রাই নদীর বালু মহাল নিয়ে সব সময় শৃঙখলা ভঙ্গের শংকা থাকে। দীর্ঘ দিন থেকে এক প্রক্রিয়ায় সরকার লীজ দিলেও হটাৎ বালু মহল কে দু ভাগ করার সিদ্ধান্ত নেয় ।
এতে শংঘাত আরো প্রকঠ হয়ে উঠেছে। বালু মহাল দুই অংশে বিভক্ত না করে আগের মত একটিই রাখার দাবী জানানো হয় এ মানববন্ধ থেকে।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, জনস্বার্থে মহাদেবপুরের বিশাল বালুমহালকে দুই ভাগ বিভক্ত করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply