নড়াইলের পল্লীতে খলিশাখালি গ্রামে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে জলিল মাতুব্বরের হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে। নড়াইলের লোহাগড়া পৌর এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান,
এরপরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়ছে বলে তার ভাই হাসান সাংবাদিকদের জানিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার খলিশাখালি গ্রামে মসজিদের মাইক চুরি বিস্তার করাকে কেন্দ্র করে জলিল শেখ সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের মশিয়ার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে মাতুব্বর জলিল মোল্ল্যা (৫০) মাঠে যাওয়ার পথে ওই গ্রামের বিল্লাল শেখের বাড়ির পাশে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা মশিয়ারসহ, তার বাহিনীর লাভলু কাজি,সোহেল কাজি,ফয়সাল তালুকদার,আমিনুর,সজিব,ইমন,আলম,আরমানসহ ১২ জনেরএকটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জলিলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্নক জখম করে শরীর থেকে ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন করে ফেলে। তখন এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় থানা পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাবাদের জন্য চার মহিলাকে আটক করা হয়েছে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..