1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নড়াইলের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক 

নড়াইলের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ২.৩৮ পিএম
  • ২৩৭ বার পঠিত

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইলের বিভিন্ন এতিমখানায় শিশুদের মাঝে খাবার দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ২৫টি এতিমখানার ৭০০ শিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা এতিমখানাগুলোতে এই খাবার পৌঁছে দেন।

খাবার পেয়ে খুশি এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা প্রধানমন্ত্রী ও মাশরাফিকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন।
এ ব্যাপারে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ জানান, আমাদের মাননীয় এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থান করলেও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে উন্নতমানের খাবার দিয়েছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের ভালোবাসেন। সবসময় এতিমদের ব্যথা-বেদনার কথা বলেন। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নড়াইলের বিভিন্ন এতিমখানায় খাবার দিয়েছেন মাশরাফি।

এমন ব্যতিক্রমী আয়োজনে দলীয় নেতাকর্মীরা খুশি।  নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশে কাঙালি ভোজ নয়, এতিমদের মাঝে উন্নতমানের মধ্যাহ্নভোজ পাঠিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।  সদরের চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া বলেন, মাশরাফির দেয়া খাবারগুলো আমার এলাকার এতিমখানায় শিশুদের মাঝে বিতরণ করেছি। সবাই খুশি হয়েছে।
সচেতনমহলসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এতিমদের জন্য সংসদ সদস্য মাশরাফি যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন, তা প্রশংসনীয়।

আমাদের প্রত্যাশা মাশরাফির পক্ষ থেকে এতিমসহ অসহায় মানুষেরা আরো সহযোগিতা পাবেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এতিমখানাগুলোতে যে খাবার দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই খাবারগুলো সঠিক ভাবে বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে।

অন্যদিকে, জাতীয় শোকদিবসে লোহাগড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাশরাফির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন-লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন,

সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ। এছাড়া জেলা শহরেও মাশরাফির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews