আব্দুল্লাহ আল মামুন:
নড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ এমএম বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে লোহাগড়া থানার এসআই (নিঃ) সুমন হওলাদারের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, লোহাগড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দসী গ্রামে মোঃ খলিলুর রহমানের বাড়ির পশ্চিম পাশে একটি মেহগনি বাগানে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ধাওয়া করে বাবুল শেখ ও তার ভাই বিপুল শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় বাবুল শেখের দেহ তল্লাশি করে ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লোহাগড়া থানার হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবির জানান, বাবুল শেখ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১৪টি মামলা সহ মোট ১৭টি মামলা রয়েছে। অপরদিকে, তার ভাই বিপুল শেখের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।
এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়ার এই অভিযানে সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।
Leave a Reply