নাটোরে মুদির দোকানে চুরিকালে হাতেনাতে চোর আটক
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে মুদির দোকানে চুরির সময় হাতেনাতে রুবেল আলী (২৮) নামের এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। সে বনপাড়া গ্রামের মহিলা কলেজপাড়া এলাকার মৃত জানমোহাম্মদের পুত্র। শনিবার দিবাগত মধ্যরাতে বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া গ্রামের মান্নান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মুদির দোকানদার দিয়াড়পাড়া গ্রামের আরাফাত আলী জানান, আমার একটি মুদিখানার দোকান রয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে আমার দোকানের পাশে সন্দেহভাজন লোক ঘোরা-ফেরার খবর পাই। তাৎক্ষনিক আমি কয়েকজনকে সাথে নিয়ে দোকানে আসি এবং দোকানের মধ্যে দ্রব্য-সামগ্রী গোছাতে ব্যস্ত থাকা অবস্থায় রুবেলকে হাতে-নাতে ধরে ফেলি।
তার সাথে থাকা অন্যরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও রুবেল পালাতে পারেনি। তালা ভেঙ্গে চোর দোকান ঘরে প্রবেশ করে। আমাদের দোকানে পৌছার আগেই আনুমানিক ৫০ হাজার টাকার দ্রব্য-সামগ্রি নিয়ে যায় চোরদল।
ধৃত রুবেলকে রোববার সকালে পুলিশে সোপর্দ করেছি। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই আসাদুর রহমান চুরির দায়ে অভিযুক্ত রুবেলকে সকাল ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।