তৌহিদ সরকার নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ স্মরণে তাঁর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন রাহিমা খাতুন জেনারেল হাসপাতালের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে উক্ত স্বরণ সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের
সেক্রেটারি জেনারেল,ওয়ালিউল্লাহ। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার, শরীফুল ইসলাম, নুরুল হক ,আবু তাহের,আবু সাঈদ, শফিকুল ইসলাম, এমদাদুল হক, আব্দুস সামাদ, জালাল উদ্দিন মন্ডল ,মাহমুদ হোসেন, আব্দুর রাশিদ, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আব্দুস সাত্তার।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।