তৌহিদুল ইসলাম সরকার: নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইলে পুকুরে পানিতে ডুবে কামাল উদ্দিন(৬২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।অ
রবিবার(১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামে এ ঘটনাটি ঘটে। কামাল উদ্দিন বীরকামট খালী গ্রামের মৃত আছির উদ্দিন সরকারের ছেলে।
প্রতিবেশী লিটন মিয়া বলেন,আমার ছোট
ভগ্নিপতি কামাল উদ্দিন দুপুরে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করে আমাদের বাড়ীতে দাওয়াত খাওয়ার কথা ছিল কামালের। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় কোথাও খোঁজে পাওয়া যায়নি কামালকে।
অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫টায় কামালের ছোট ভাই আহসান উল্লাহ পুকুরপাড়ে লুঙ্গী এবং জোতা দেখে সন্দেহ হলে নিজে পুকুরে নেমে পানিতে তলিয়ে যাওয়া কামালের মৃতদেহ উদ্বার করেন।কামাল দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মো.নয়ন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জানজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।