ময়মনসিংহ-(নান্দাইল)-প্রতিনিধি-তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের নান্দাইলে সোমবার (২৪ আগষ্ট) পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ও নান্দাইল উপজেলা প্রশাসন।
ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন।
এ সময় উপজেলার বারপাড়া আশ্রয়ণ প্রকল্প থেকে মৃত আজিম উদ্দিনের পুত্র আঃ হাকিম (৩৫) ও মৃত সুন্দর আলীর পুত্র সেকুল মিয়া(২৫)কে ৪০টি গাঁজার পুরিয়াসহ আটক করে।
একইদিন বনাটি আউটারগাতি গ্রাম থেকে সাইদুল ইসলামের স্ত্রী হাসনা আক্তার(৩৫)কে ১কেজি গাঁজা সহ আটক করে।
আটককৃত আসামিদের নিয়ে নান্দাইল উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসনা আক্তার কে ছয় মাস, সেকুল মিয়াকে এক মাস, আঃ হেকিম কে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যাককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারা দন্ড প্রদান করা হয় ।।
পরবর্তীতে জনসম্মুখে জব্দকৃত ১ কেজি পরিমাণ গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিষয়ে ইউএনও মোঃ এরশাদ উদ্দীন বলেন, মাদক জুয়া বাল্যবিয়ে সহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি, আমরা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।
The use of LHRH analogue is one of the risk factors for the development of anxiety in BC survivors 36 hour cialis online