নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার কর্মকারপাড়া মোড়ে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, তিতাসের সোনারগাঁ জোনাল অফিসের উপব্যবস্থাপক মেজবাউর রহমান। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকার সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাসের সহায়তায় পুরো আড়াইইহাজার উপজেলায় অবৈধ সংযোগসমূহকে ১৪টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এই ১৪টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।