মারা গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ইংলিশ কোচ ডেভিড ক্যাপেল। তার মৃত্যতে শোক জানিয়েছে বিসিবি ও ইসিবি।
২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ে ডেডিভ ক্যাপেলের। দুই বছর চিকিৎসার পর গত বুধবার নিজ বাড়িতে ৫৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ইংল্যান্ডের হয়ে এই অলরাউন্ডার খেলেছেন ১৫ টেস্ট ও ২৩ ওয়ানডে। ইংলিশ কাউন্টিতে খেলোয়াড় ও কোচ হিসেবে ৩২ বছর সার্ভিস দিয়েছেন তিনি।
ক্যাপেলের মৃত্যুতে শোকবার্তায় দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড।