মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নে সাত বছর বয়সী মেহেদী হাসান নামের এক শিশু নিখোঁজের ১২ঘন্টা পর বাড়ির পাশের দমদম বাজার টু জামালের মোড় প্রধান সড়কের সাড়াতলা সংলগ্নে উপর রাখা পাটের আটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বিকালে (১৭ আগস্ট) উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি মাঠপাড়া এলাকায় শিশুর নিখোঁজের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শিশুর বাবা মহিদুল ইসলাম।নিহত শিশু মেহেদী হাসান (০৭) দামোদরকাটি মাঠপাড়া এলাকার ইজিবাইক চালক মুহিদুল ইসলামের ছেলে।
মহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের গতকাল বিকালে কাজের উদ্দেশ্যে গেলে বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুনের ফোন আসে বাচ্চা মেহেদীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।তাৎক্ষণিক বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় এবং আশপাশে পুকুর জলাশয় সব জায়গাতে মাইকিং করে খুঁজেও পাইনি।শিশুর মা’ খাদিজা খাতুন বলেন, বিকালে কাউকে কিছু না বলে খেলতে গিয়েছিল৷ সন্ধার পর্যন্ত বড়িতে না আসলে সব জায়গাতে খোঁজাখুজি করেও পাইনি৷ আজ রাস্তায় রাখা পাটের আটির নিচ ধান ক্ষেত থেকে স্থানীয় এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করেছে।
প্রতিবেশী আসমা খাতুন জানান,মেহেদী ও একই বয়সী রাকিব খেলতে গিয়েছিল দামেদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।পরে রাকিব বাড়িতে আসলেও মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যায় নি।প্রথম প্রত্যক্ষদর্শী আতিয়ার রহমানের ছেলে ইসমাইল হোসেন বলেন, ধানের ক্ষেতে ঔষধ ছিটাতে গিয়ে দেখি সারা শরীরের উপর পাটের আটি আর মাথাটা বের হওয়া অবস্থায় দেখে চিৎকার দিয়ে উঠি।পরে লোকজন ছুটে এসে উদ্ধার করে দেখি পার্শ্ববর্তী গ্রামের মহিদুল ইসলামের নিখোঁজ ছেলে মেহেদী হাসান।
নিহত মেহেদী হাসানের সাথে খেলতে যাওয়া শিশু রাকিব হোসেন বলেন,গতকাল বিকালে দামোদর কাটি সরকারি স্কুলে দুজন খেলা করে বিকাল চারটার দিকে বাড়িতে এসে ব্রজবাকসাতে মায়ের কাছে যায়। কিন্তু মেহেদী কোথায় ছিল সেটা জানিনা কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মীর খায়রুল কবীর জানান, শিশুর নিখোঁজের ঘটনায় গতকাল পরিবার থেকে এখন সাধারন ডায়েরী করেছিল।
পাটের আটির নিচ থেকে শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে৷ এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে৷
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..