নীলফামারী (সৈয়দপুর) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪ টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় শহরের মুন্সিপাড়া কর্ণেল তাহের রোড (জাসদ মোড়) রেলওয়ে কলোনীতে এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার মৃত রবিউলের স্ত্রী জাহেদা বেগমের (৫৫) ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যা মুহূর্তে পাশের কায়সারের বাসাসহ দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ওই গোডাউনের একটিতে রং, তারপিনসহ বিভিন্ন হার্ডওয়ার সামগ্রী আর অন্যটিতে প্লাস্টিক পাইপসহ সেনেটারি পণ্য ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ফলে জাহেদা ও কায়সারের বাড়ির আসবাবপত্রসহ সম্পূর্ণ ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। আর সৈয়দপুর হার্ডওয়ার ও আজমেরী এন্টার প্রাইজের গোডাউনের প্রায় ৭০-৮০ লাখ টাকার মালামাল পুড়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেসন অফিসার খুরশিদ আলম জানান, খবর পেয়ে সৈয়দপুর, তারাগঞ্জ ও নীলফামারী উত্তরা ইপিজেড দমকল বাহিনী ঘটনাস্থল পৌঁছে। তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি হয়। এ কারণে সময় অনেক বেশি লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো।