রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুর উপজেলার মতিরবাজারে আগুনে ১৫ দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোরে সৈয়দপুরের অদূরে সৈয়দপুর-নীলফামারী বাইপাসসংলগ্ন মতিরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ করে মতিরবাজারে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
খবর পেয়ে সৈয়দপুর ও নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই কাপড়ের দোকান, ওষুধের দোকান, পোলট্রির দোকান, ইলেকট্রিক সামগ্রীর দোকানসহ ১৫টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের পণ্য ও আসবাবপত্র পুড়ে যায়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।