1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের প্রতিবাদে  বিক্ষাোভ ও পথসভা 
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি’র বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পটিয়ায় একই পরিবারের তিন ভাই’ কে হত্যার হুমকি, থানায় অভিযোগ আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই মহিলাসহ পাঁচ পুরুষ রোহিঙ্গা নাগরিককে আটক সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ১২ জন চমেককে ভর্তি জনগণ নতুন বাংলাদেশে আইনের শাসনের সাথে বাকস্বাধীনতার নিশ্চয়তা চায় আইনমন্ত্রী আনিসুল হকের পার্সোনাল এসিস্ট্যান্ট বাবু কয়েক বছরে হয়েছেন শতকোটি টাকার মালিক দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সালাউদ্দিন কাদের চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত ঢেমিরছড়ায় নির্মিত রিটেইনিং ওয়াল ও সড়কের উদ্বোধনী নাম ফলকের পুনঃস্থাপন ফটিকছড়ির সুয়াবিলে বন্যাদুর্গত মানুষের মাঝে খসরুর পক্ষে ত্রাণ বিতরণ

নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের প্রতিবাদে  বিক্ষাোভ ও পথসভা 

  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ১১৯ বার পঠিত
 নীলফামারী প্রতিনিধি।।  সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবির নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়েছে সৈয়দপুরের রাজপথ।
আজ  রবিবার ( ২৮ এপ্রিল) ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে  বিভিন্ন পেশার প্রায় দেড় হাজার  নারী ও পুরুষ রেলওয়ে মাঠ থেকে একটি  বিক্ষোভ মিছিল বের করেন। শহরের প্রধান সড়ক প্রতিক্ষণ করে  সৈয়দপুর প্রেস ক্লাবের সামেন প্যানেল মেয়র শাহীন হোসেনের সভাপতিত্বে পথসভা  করেন।
কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায়  বক্তারা বলেন,  মেয়র তার অশ্লীল ভিডিও ঢাকতে পৌরসভার তহবিল থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়েছে। ঢাকাসহ  স্থানীয় নেতা ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দকে প্রায় ২০লাখ টাকা দিয়ে  ম্যানেজ করেছেন।  তবুও তার ভিডিও ভাইরাল হয়।  দীর্ঘ ৩ বছর ধরে আন্দোলন করছি। তার নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের চিত্র বিভিন্ন দফতরে পাঠিয়েছে। তবে অদৃশ্য কারনে আজও  তদন্ত হয় না। মেয়র নামে বেনামে বিভিন্ন জায়গায় কয়েক কোটি টাকার সম্পত্তি কিনেছেন। তার গ্রামের বাড়িতে বানিয়েছে রিসোর্ট । তার স্বামীর বাড়িটি ডুপ্লেক্স করেছেন।  পৌরসভার নিয়মিত প্রায় ১০ টাকা আয় হয়। সেই টাকা ব্যাংকে না দিয়ে বাড়িতে নিয়ে যান।  পৌরসভার তহবিল শুন্য করেছেন।
কাউন্সিলর আফরোজা ইয়াসমিন বলেন,  মানবতার মা জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা ও  প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাকে সহানুভূতি দেখিয়েছেন।  তবে কোন নোংরামির জন্য নয়। সে নারী জাতীকে কলিংকিত করেছে।
কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু   বলেন, জনগনের টাকা লুটপাট করে বর্তমান সরকারের ভাবমূর্তি নস্ট করেছে। কাউন্সিলর ফরহাদ হোসেন, আনোয়ারুল ইসলাম মানিক, বলেন  উন্নয়নের প্রতিজ্ঞা   নিয়ে লুন্ঠনকারী কোন নেতা ছাড়  পায়নি। তিনিও পাবেন না।
শাহীন হোসেন বলেন,  বিগত ৩ বছর তার অনিয়মের প্রতিবাদ করছি।  করেই যাব।  তার অপসারণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। চালিয়ে যাব আন্দোলন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews