নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলাকে শতভাগ রোভার স্কাউট জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে পঞ্চগড় এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (০৪ ডিসেম্বর) দুপরে এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের জেলা রোভার স্কাউট এর আয়োজনে জেলা রোভারের কমিশনার ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনিয়ম,দুর্নীতি, জঙ্গিবাদ,বাল্য বিবাহ ও মাদক নির্মূল করা সম্ভব হবে। শপথ করেছে আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাইনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, জেলা রোভারের সম্পাদক আব্দুল কাদের, এম আর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মিরাজ হায়দার বক্তব্য দেন। এম আর সরকারি কলেজের রোভার মেট ইব্রাহিম খলিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রোভারদের ব্যাজ ও লোগো পরিয়ে দেন রোভার লিডার মৌসুমী রানী রায় ও একএকেএম হোসেন। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক রোভার পতাকা উত্তোলন করেন। চলতি ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চগড় জেলাকে শতভাগ রোভার জেলা হিসেবে ঘোষণা করা হবে। এজন্য জেলার অর্ধশত কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী দীক্ষা গ্রহণ করেছে। অনুষ্ঠানে পঞ্চগড় পৌর এলকার কলেজ ও কলেজ সমমানের সাতটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দীক্ষা গ্রহণ করেন। পরে রোভারদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।