মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী এটি সড়ক না নদীপথ দেখে বোঝা যাচ্ছে না। আসলে এটি হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কুয়েত মসজিদ থেকে কলাপাড়া আসা-যাওয়ার সড়ক। দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ।
বৃষ্টির দিনে বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে সড়কটি তলিয়ে কাঁদামাটিতে পরিণত হয়েছে। এর ফলে কুয়েত মসজিদ সংলগ্ন বাদুরতলী এলাকার শত শত মানুষ প্রতিনিয়ত মহা দুর্ভোগের শিকার হচ্ছেন। বাদুরতলী এলাকার মানুষ এই সড়কটি দিয়ে উপজেলার সঙ্গে যোগযোগ রক্ষা করেন। এমনকি ওই এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এই সড়ক দিয়ে যেতে হয় প্রতিনিয়ত কেলাসে । স্থানীয় অনেকেই বলেন,‘বর্তমানে সড়কটি দেখলে মনে হয়, এটা একটি নদী আমাদের ছেলেমেয়েদের সকালবেলা এই সড়ক দিয়ে ভিজে স্কুলে যেতে হয় সারাদিন ভিজে পোশাক নিয়ে স্কুলে থাকতে হয় অথচ এক কিলোর কম রাস্তা কেউ দেখার মতো নেই । রাস্তাটির চারপাশ পাকা থাকলো মাঝখানে এক কিলোর কম কাঁচা রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।