মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা স্থানে যাত্রীবাহি অটোরিক্সা ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষের হয়।এতে ৮ জন আহত হয়।
স্থানীয় লোকজন জানান, মহিপুর থেকে যাত্রীবাহি মাহেন্দ্র কলাপাড়ায় আসছিল। অপরদিকে, কলাপাড়া থেকে একটি অটোরিক্সা মহিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্র ও অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষ হয় । এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে জান।এর মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মোঃ আরিফ (২৩) মোঃ জলিল প্যাদা (৫৭) মোহাম্মদ আফজাল হোসেন (৫৮) মোঃ জাকারিয়া (৪৫) মোঃ মালেক (৪৮)।