শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকতের পাশে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মং সুয়ে চিং(৬১) এর মৃতদেহ উদ্ধার করেন মহিপুর থানা পুলিশ।
পটুয়াখালী কুয়াকাটা মং সুয়ে চিং(৬১) পিং- মৃত ক্রোং জাং , কুয়াকাটা কেরানী পাড়ার বাসিন্দা। এর মৃতদেহ ১৯ নভেম্বর ( শুক্রবার )২০২১ তারিখ আনুমানিক সকাল ৬.৩০ মিনিটের সময়। রাস পূর্ণিমায় আশা দর্শনার্থী সমূদ্র সৈকতের পাশে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় লোকজন মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পোসমাডাম এর জন্য পটুয়াখালী পাঠানো হয় । স্থানীয় অনেকে বলেন রাতে স্ত্রীর সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে আসেন পরে বাসার লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করলে তাকে খুঁজে পাননি।