পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জনের রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন, জয়নাল আকন (৫৮) ও জালাল উদ্দীন (৯০)।
শনিবার বিকেলে বাড়িতে আইশোলেসনে থাকা অবস্থায় মারা যান জালাল উদ্দিন ও সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান জয়নাল আকন।
করোনা উপসর্গ থাকায় গত ১৪ জুন বাউফল দাস পাড়া ইউনিয়নের খাঁজুরবুনিয়া এলাকার জালাল উদ্দীন (৯০)’র নমুনা সংগ্রহ করা হয়। ২০ জুন রাতে তাদের দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, মো. জয়নাল আকনের বাড়ি উপজেলার বগা এলাকায়। তিনি জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শুক্রবার বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। মারা যাওয়ার পর মো. জয়নাল আকন ও জালাল উদ্দিন’র করোনা পজিটিভ শনাক্ত রিপোর্ট পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তি নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ২৪১ জন।