পটুয়পাখালীর গলাচিপায় সোহরাব গাজী (৪৫) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে র্যাব-০৮। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আজ সকালে তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত সোহবার আমখোলা ইউপির কিসমত বাউরিয়া এলাকার মৃত রকমান গাজীর ছেলে।
র্যাব জানায়, ধৃত সোহরাব শিকার করেছে সে মানবপাচারকারী চক্রের একজন সদস্য। ওমানে অবস্থানকারী তার ছেলে সাইফুল এবং কুমিল্লার গনি মিয়ার যোগসাজসে দীর্ঘ দিন ধরে সে অবৈধভাবে ওমানে মানবপাচার করে আসছে।
গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিন শহর মিজদায় আন্তর্জাতিক মানবপাচার চক্র অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরন করে মুক্তিপন না পাওয়ায় ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করে। এর পর র্যাব-৮ তৎপর হয়ে বিভিন্ন এলাকায় অবস্থানকারী মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ শুরু করে এবং অতি দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা শুরু করে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..